পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক
পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক সম্পর্কে জানতে চাইলে এই পোস্ট টি বিস্তারিত পড়ুন কেননা এখানে রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আর আপনি কি মন বসে না? পড়ার সময় ফোকাস ধরে রাখার ৫টি প্রমাণিত উপায় সম্পর্কে ও জানতে চান তাহলে সেটাও এই লিংক এর টির মাধ্যমে জেনে নিতে পারবেন।
আরো পড়ুন:- মন বসে না? পড়ার সময় ফোকাস ধরে রাখার ৫টি প্রমাণিত উপায়
পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক!
পরীক্ষা কাল সকালে — মাথায় চাপ, মনে হচ্ছে কিছুই মনে নেই? চিন্তা নেই! পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক পোস্টে আছে এমন ৭টি হ্যাক, যেগুলো ব্যবহার করে আপনি পরীক্ষার আগের রাতেও সহজে পড়া মুখস্থ করতে পারবেন।
১. Pomodoro টেকনিক ব্যবহার করুন ২৫ মিনিট পড়ুন, ৫ মিনিট ব্রেক নিন। এতে মনোযোগ বাড়ে ও পড়া ভালোভাবে মনে থাকে। পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক যা খুবই কাজে দিবে।
২. চিৎকার না করে গলার স্বরে পড়ুন মাথায় পড়া গেঁথে যায় যখন আপনি জোরে পড়েন। নিজেকে পড়া বোঝান — এতে Active Recall কাজ করে।
৩. ম্যাপ বা চার্ট বানিয়ে পড়ুন তথ্যগুলো চার্টে সাজালে ব্রেইন সেগুলো ভালোভাবে মনে রাখতে পারে। মেমোরি ভিজ্যুয়াল হলে স্ট্রং হয়।
৪. পড়ার আগে ঘুম নয়, পানি খান! ডিহাইড্রেশনে ব্রেইন স্লো হয়ে যায়। এক গ্লাস পানি মাথা খুলে দেয়! পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক।
৫. পড়ার পরে ১০ মিনিট হাঁটাহাঁটি করুন হাঁটার সময় ব্রেইন তথ্য প্রসেস করে। তাই পড়া শেষেই ঘুম নয় — হালকা হাঁটা হোক অভ্যাস।
৬. Mnemonics ব্যবহার করুন যেমন: পদার্থের সূত্র মনে রাখতে “ভাই তোমার প্রেমে পরেছি” — V = IR! মজার লাইন মনে রাখা সহজ যা পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক।
৭. একবার পড়ে ঘুমিয়ে যান ঘুম পড়া গেঁথে দেয় Long Term মেমোরিতে। রাত জেগে না পড়ে ঘুমিয়ে পড়ুন। আপনি অবাক হবেন সকালে কতোটা মনে আছে দেখে!
শেষ কথা: পড়া মুখস্থ করার জন্য শুধু পড়া নয়, আর পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক জানলেই হবে না এর সাথে পড়ার কৌশল জানা জরুরি। এই ট্রিকগুলো পরীক্ষার আগের রাতেও আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
সাবস্ক্রাইব করুন আমাদের ব্লগে, নতুন স্টাডি হ্যাকস পেতে প্রতি সপ্তাহে! আর পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক এর মতো পোস্ট আরো পেতে ফলো করুন অবশ্যই।
“পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করার ৭টি মস্তিষ্ক জাদু ট্রিক!”
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url