কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫

কম দামে সেরা ল্যাপটপ ২০২৫- ল্যাপটপ এর দাম ২০২৫ কি জানতে চান? তাহলে এই পোস্ট টি বিস্তারিত পড়ুন কেননা এখানে রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আর কিনে ফেলুন কম দামে সেরা ল্যাপটপ। 
কম-দামে-সেরা-ল্যাপটপ
আর আপনি কি কিস্তিতে ল্যাপটপ ২০২৫ কিভাবে কিনবেন তা জানতে চান তাহলে এই পোস্ট টি পড়ার মাধ্যমে আপনি সেটাও জেনে নিতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক। 

পোস্টের সূচিপত্র:- কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫ 

কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫ 

কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫ জেনে নেওয়া যাক। কম দামে সেরা ল্যাপটপ ২০২৫: আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী সঠিক ল্যাপটপটি বেছে নিতে এই গাইডটি আপনাকে সাহায্য করবে। কম দামে সেরা ল্যাপটপের ব্র্যান্ড ২০২৫ গুলো কি জেনে নিন:

  • Lenovo: IdeaPad, Chromebook
  • HP: 14s, 15s
  • Asus: VivoBook, EeeBook
  • Acer: Aspire, Chromebook
  • Dell: Inspiron

কেনাকাটা ট্রিকস: বিভিন্ন অনলাইন ও অফলাইন শোরুমে অফার থাকে, অফারের দিকে খেয়াল রাখুন। আপনি বিশাল অফার গুলো পাবেন রোযা, ঈদ, পূজার সময় গুলোতে। এসময় গুলোতে বিশেষ ছাড় পাওয়া যায়। এতে আপনার অনেক টাকা বেঁচে যাবে। সামনে রমজান মাস এর পর ঈদ তখন ভালো অফার চলবে আপনি সেগুলো চাইলে নিতে পারেন। বিভিন্ন মডেল তুলনা করে সেরাটি আপনার জন্য প্রয়োজন মতো বাছাই করে নিন। অনলাইনে ল্যাপটপের রিভিউ গুলো পড়ুন, এতে আপনার ভালো একটা ধারণা ততৈরি হয়ে যাবে জিনিস সম্পর্কে। কিছু জনপ্রিয় বাজেট ল্যাপটপ:

  • Lenovo IdeaPad 3: ভালো পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি
  • HP 14s: হালকা ও পোর্টেবল
  • Asus VivoBook 15: স্টাইলিশ ডিজাইন, ভালো ডিসপ্লে
  • Acer Aspire 3: ভালো বাজেট বিকল্প

কম দামের জিনিসে সাধারণত কম মানের কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যা কখনোই ভালো হয় না। এগুলো ঠিক করতে বরং আরো খরচ লাগে। এর জন্য অনলাইনে কেনাকাটা করার সময় সতর্ক থাকুন, রিভিউ দেওয়া জিনিস কিনুন এতে কম ঠকবেন। আপনার জন্য সঠিক ল্যাপটপটি বেছে নিতে উক্ত নিয়ম গুলো মেনে চলুন। আর পেয়ে যাবেন কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫। 

আরো পড়ুন:- রিয়েল টাকা ইনকাম apps 2025- দিনে ৫০০ টাকা ইনকাম

আজকাল অনলাইনের যুগ সব কিছু অনলাইনে পাওয়া যায়। খাবার থেকে শুরু করে সব কিছুই। খাবারের দাম কম হলেও ল্যাপটপের দাম কিন্তু অনেক। তাই সাবধানে কিনুন। পারলে পরিচিতদের সঙ্গে কথা বলুন যারা আগে থেকে ল্যাপটপ ব্যবহার করে তাহলে আপনার জন্য ভালো হবে। এছাড়াও ল্যাপটপের মালিক এর থেকে পরামর্শ নিতে পারেন কম দামে সেরা ল্যাপটপ ২০২৫- ল্যাপটপ এর দাম ২০২৫ এর জন্য। 

ল্যাপটপ এর দাম ২০২৫ বাংলাদেশ

ল্যাপটপ এর দাম ২০২৫ বাংলাদেশ কত? ২০২৫ সালে বাংলাদেশে ল্যাপটপের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। দাম কখনো একই থাকে না কম বেশি হয়ে থাকে। যেমন:

  • ব্র্যান্ড: লেনোভো, এসার, এইচপি, ডেল, আসুস, অ্যাপল ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের দামের ব্যাপক পার্থক্য থাকতে পারে। অ্যাপল ল্যাপটপের দামেই তো বিশাল পার্থক্য রয়েছে। ডেল ল্যাপটপের দাম আর অ্যাপল ল্যাপটপের দাম কখনোই এক হবে না।
  • মডেল: প্রতিটি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের দামেরও ব্যাপক পার্থক্য থাকে। কোন মডেলটি কতটা উন্নত কনফিগারেশনযুক্ত, তার উপর দাম নির্ভর করে। যত উন্নত মডেল হবে দাম ততই বেশি হয়ে থাকে।
  • স্পেসিফিকেশন: প্রসেসর, র্যাম, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড ইত্যাদি কনফিগারেশনের উপর নির্ভর করে দাম বৃদ্ধি পায়। এগুলোর জন্য একেকটা ল্যাপটপের একেক রকম দাম হয়ে থাকে। 
  • ডিসপ্লে: ডিসপ্লের আকার, রেজোলিউশন এবং টাইপের উপর দামের প্রভাব পড়ে। কেননা এগুলো কখনো একই রকম হয় না। একেকটা ল্যাপটপের একেক রকম দাম হয়ে থাকে। 
  • অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তার উপরও দামের কিছুটা পার্থক্য থাকতে পারে। এর জন্য দাম কম বেশি হয়ে থাকে। 
  • অফার: বিভিন্ন সময়ে বিভিন্ন শোরুমে বিভিন্ন ধরনের অফার থাকে, যা ল্যাপটপের দামকে প্রভাবিত করে থাকে। বিশেষ করে রমজান, ঈদ, পূজার অফার।
  • মার্কেট সাপ্লাই ও ডিমান্ড: মার্কেটে ল্যাপটপের সাপ্লাই ও ডিমান্ডের ভারসাম্যের উপরও দাম নির্ভর করে।

কোথায় কেনা যায়? বিভিন্ন অনলাইন শপ। দেশের বিভিন্ন অনলাইন শপে ল্যাপটপ কেনা যায় এখন আপনাকে আগে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ড, মডেলের ল্যাপটপের দাম তুলনা করে কিনতে পারবেন আপনার প্রয়োজন মতো। 

ডেল ল্যাপটপ দাম ২০২৫- Dell laptop price 2025

ডেল ল্যাপটপ দাম ২০২৫- Dell laptop price 2025- 

মডেলের ধরন - সাধারণ দামের পরিসর - বাংলাদেশি টাকা 

Inspiron (এন্ট্রি-লেভেলের জন্য ) - ৩৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা 

Vostro (ব্যবসায়িক সকল কাজের জন্য এটার ব্যবহার) - ৪৫,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা 

XPS (প্রিমিয়াম জিনিস এর জন্য) - ৮০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা বা তার বেশি

Alienware (গেমিং এর জন্য নিতে চাইলে এটাই এখন বেস্ট। ) - ১,২০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা বা তার বেশি 

আসুস ল্যাপটপ দাম ২০২৫- Asus laptop price 2025

আসুস ল্যাপটপ দাম ২০২৫- Asus laptop price 2025.

ASUS Zenbook 14 OLED UX3405MA Core Ultra 7 - ram 16GB 14.0" Laptop - 170,000৳

ASUS Vivobook 16X K3605ZF Core i5 8GB RAM 512GB SSD 16" WUXGA Display Laptop - 107,000৳

ASUS Vivobook 16X K3605ZF Core i5 12th Gen 16" WUXGA Display Laptop - 107,000৳

ওয়ালটন ল্যাপটপ দাম ২০২৫- Walton laptop price 2025

ওয়ালটন ল্যাপটপ দাম ২০২৫- Walton laptop price 2025. বাংলাদেশে সাধারণত পুরাতন ও নতুন উভয় কন্ডিশনের ওয়ালটন ল্যাপটপ সব কিছুই পাওয়া যায়। তবে সেটা যদি এভালেবাল না থাকে তাই আগে অর্ডার করে রেখে দিতে হয়। বর্তমানে বাংলাদেশে ওয়ালটন ল্যাপটপের দাম ৮,৫০০ টাকা থেকে শুরু যা শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুযোগ। এটা দিয়ে তারা অনলাইন ক্লাস, ব্রাউজিং, এবং অফিসিয়াল সাধারণ কাজ গুলো খুব সহজেই করতে পারবে। 

দাম যেহেতু কম তাই ফিচার কম পরিমাণে থাকবে। কিন্তু এতে কাজ হয়ে যায়। পাশাপাশি নতুন কন্ডিশনের ওয়ালটন ল্যাপটপের দাম পড়বে মাত্র ২৮,৫০০ টাকা থেকে। এটা ২৮,৫০০ টাকায় শুরু যা ব্যাকলাইট ডিসপ্লে, এএমডি প্রসেসরে, এসএসডি হার্ড ডিস্ক এবং এএমডির ইন্ট্রিগেটেড গ্রাফিক্স সহ বিভিন্ন উন্নত ফিচার যা তাদের কাজে আসবে। 

এএইচপি ল্যাপটপ এর দাম ২০২৫- HP laptop price 2025

এএইচপি ল্যাপটপ এর দাম ২০২৫- HP laptop price 2025.

এইচপি ল্যাপটপ মডেল - বাংলাদেশে দাম

HP EliteBook 830 G7 Core i7 10th Gen Laptop- ৳ ৪০,০০০

HP EliteBook 845 G8 Ryzen 5 Pro 5650U 256GB SSD- ৳ ৩৬,৮০০

HP EliteBook 840 G4 Core i5 7th Gen Laptop- ৳ ২২,৪৯৯

HP EliteBook 840 G9 Core i5 12th Gen 512GB SSD ৳ ৫৩,০০০

কিস্তিতে ল্যাপটপ ২০২৫ কিভাবে কিনবেন

কিস্তিতে ল্যাপটপ ২০২৫ কিভাবে কিনবেন? কিস্তিতে ল্যাপটপ কেনা এখন আর কোনো বড় ব্যাপার নয়। অনেক কোম্পানি এবং অনলাইন প্ল্যাটফর্ম এখন কিস্তিতে ল্যাপটপ কেনার বিশেষ সুবিধা দিচ্ছে। এর জন্য আপনি অনলাইনে তাদের পেজ ফলো করতে পারবেন। আপনি আপনার পছন্দের ল্যাপটপটি কম দামে মাসিক কিস্তিতে কিনে নিতে পারবেন। কিস্তিতে ল্যাপটপ কেনার উপায়:

অনেক অনলাইন শপই এখন কিস্তিতে ল্যাপটপ কেনার সুবিধা দিচ্ছে। আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ব্রাউজ করতে পারবেন এবং কিস্তিতে কেনার অপশনটি সিলেক্ট করতে পারবেন। অনেক কোম্পানির মোবাইল অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি ল্যাপটপ ব্রাউজ করে কিস্তিতে কিনতে পারবেন।

অনেক ইলেকট্রনিক্স শোরুম এখন কিস্তিতে ল্যাপটপ বিক্রি করছে। আপনি তাদের শোরুমে গিয়ে ল্যাপটপ দেখে এবং কিস্তিতে কেনার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কিস্তিতে ল্যাপটপ কেনার আগে জানা জরুরি বিষয়: আপনার বাজেট অনুযায়ী ল্যাপটপ বেছে নিন। অতিরিক্ত লোন না নেওয়া ভালো হবে। কারণ পড়ে তা পরিশোধ করতে হিমশিম খেতে হবে। মাসিক কিস্তির পরিমাণ আপনার জন্য পরিশোধ করার সুবিধাজনক হবে এমন হওয়া উচিত।অনেক ক্ষেত্রে কিস্তিতে কেনার জন্য সুদ দিতে হয়। সুদের হার সম্পর্কে ভালো করে জেনে নিন।

কিস্তিতে ল্যাপটপ কেনার সুবিধা: আপনি কম মাসিক কিস্তিতে ল্যাপটপটি কিনে নিতে পারবেন। আপনার কাছে যদি একবারে পুরো টাকা না থাকে তাহলে কিস্তিতে কেনা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কিস্তিতে ল্যাপটপ কেনার অসুবিধা- কিস্তিতে কেনার জন্য অনেক সময় সুদ দিতে হয়। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে নাহলে পড়ে সমস্যা দেখা দিবে। তাহলে আপনি কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫ জানবেন।

কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ ২০২৫

কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ ২০২৫- ওয়ালটন ল্যাপটপ কেনার বিভিন্ন উপায় রয়েছে, যার মধ্যে কিস্তি সুবিধাও অন্যতম। ওয়ালটন তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের কিস্তি পরিকল্পনা অফার করে থাকে। সাধারণত, কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়মাবলী নিচে উল্লেখ করা হলো:

১. প্রথমে, আপনাকে আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা বা তাদের অনুমোদিত শোরুম নাহলে দোকানে যেতে হবে। সেখানে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি নির্বাচন করতে পারেন বা অনলাইনেও পছন্দ করতে পারবেন। 

২. ল্যাপটপ পছন্দ করার পর, আপনাকে কিস্তি পরিকল্পনার বিষয়ে বিক্রয়কর্মীর সাথে আলোচনা করতে হবে। আপনি আপনার সমস্যার কথা তাদের জানাবেন। কিভাবে তা পরিশোধ করবন  তা জানাবেন। তারা আপনাকে বিভিন্ন কিস্তি অপশন এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবে।

৩. কিস্তি পরিকল্পনা সাধারণত আপনার ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্ট এবং মাসিক কিস্তির পরিমাণের উপর নির্ভর করে থাকে। ওয়ালটন বিভিন্ন মেয়াদের জন্য কিস্তি সুবিধা দিয়ে থাকে। যেমন ৩ মাস, ৬ মাস, ১২ মাস বা তার বেশি। আপনি দেখবেন আপনার কোনটা প্রয়োজন।

৪. কিস্তিতে ল্যাপটপ কেনার জন্য আপনাকে কিছু কাগজপত্র প্রদান করতে হতে পারে, যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং আয়কর সনদ। আপনাকে সেগুলো প্রমাণ হিসেবে দিতে হবে। আপনার আর্থিক অবস্থা এবং ক্রেডিট স্কোর এর উপর ভিত্তি করে আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এর প্রয়োজন হলেও হতে পারে।

৫. আপনার কাগজপত্র যাচাই করার পর এবং কিস্তি পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর, আপনাকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্রে কিস্তির পরিমাণ, মেয়াদ এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করা থাকবে। আপনি অবশ্যই তা ভালো করে পড়ে নিবেন। কোনো সমস্যা হলে তাদের সাথে সমাধান করে নিবেন। 

৬. চুক্তিপত্রে স্বাক্ষর করার পর, আপনাকে ডাউন পেমেন্ট পরিশোধ করতে হবে। এর পর আপনি আপনার নতুন ল্যাপটপটি নিতে পারবেন এবং মাসিক কিস্তি পরিশোধ করতে শুরু করবেন।

আ্যাপল ল্যাপটপের দাম ২০২৫- Apple laptop price 2025

আ্যাপল ল্যাপটপের দাম ২০২৫- Apple laptop price 2025 কত? সবচেয়ে জনপ্রিয় আ্যাপল ল্যাপটপ আপনি বাংলাদেশে পেয়ে যাবেন মাত্র ৩৯০০০ টাকায়। আর সেকেন্ড হ্যান্ড নিতে চাইলে আপনি ১৫৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

শিক্ষার্থীদের জন্য কিস্তিতে ল্যাপটপ

শিক্ষার্থীদের জন্য কিস্তিতে ল্যাপটপ নিবেন কিভাবে? শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিস্তি সুবিধা রয়েছে। বিভিন্ন কম্পিউটার ও প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য বিশেষ কিস্তি সুবিধা দিয়ে থাকে। যাতে তারা এটি কিনে ফেলতে পারে এবং তাদের পড়ায় সুবিধা হয়। এই সুবিধা গুলো সাধারণত শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতা বিবেচনা করে তৈরি করা হয়ে থাকে।

বর্তমানে কিছু জনপ্রিয় কিস্তি সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম একটা হলো ওয়ালটন। আপনি বিভিন্ন কোম্পানিতে এই সুবিধা পেয়ে যাবেন। ওয়ালটন তাদের বিভিন্ন জিনিসের মতো ল্যাপটপের উপর কিস্তি সুবিধা দিয়ে থাকেন, যেখানে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় এবং সহজ শর্তের কিস্তি পরিকল্পনা থাকে। তাদের এই সুবিধা শিক্ষার্থীদের ল্যাপটপ কেনার খরচকে অনেকখানি সহজ করতে সাহায্যে করে।

ওয়ালটন ছাড়াও, অন্যান্য অনেক কম্পিউটার ও প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের জন্য কিস্তি সুবিধা দিয়ে থাকে, তাদের পণ্য গুলো বিক্রি করার জন্য । এই ক্ষেত্রে, আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবনা তুলনা করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগছে। এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অফারটি বেছে নিতে পারেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ল্যাপটপ কেনার জন্য বিশেষ কিস্তি সুবিধা অথবা শিক্ষা ঋণের ব্যবস্থা থাকতে পারে, আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বিষয়ক অথবা আর্থিক সহায়তা বিভাগে যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ ২০২৫

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ ২০২৫। বাংলাদেশের বাজারে এখন বেশ কিছু কম দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে, যা শিক্ষার্থীদের এবং সীমিত বাজেট এর ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী। নিচে কয়েকটি জনপ্রিয় মডেলের তথ্য দেওয়া হলো:

  • এইচপি 240 জি8 (HP 240 G8): এটি একটি পরিচিত এবং নির্ভরযোগ্য ল্যাপটপ। বাংলাদেশে ব্যবহার করা ল্যাপটপ গুলোর মধ্যে এটা একটা। এটিতে ইন্টেল সেলেরন বা কোর আই3 প্রসেসর, 4GB RAM এবং 1TB HDD বা SSD স্টোরেজ এর মতো কনফিগারেশন আপনি পেয়ে যাবেন।  কম বাজেটের মধ্যে এটা একটা। এই ল্যাপটপটি মূলত শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারের জন্য ভালো।
  • ডেল ইন্সপiron 3511 (Dell Inspiron 3511): ডেল তাদের স্থায়িত্ব এবং ভালো পারফরম্যান্সের জন্য বহু পরিচিত। দামও অনেক কম এটার। ইন্সপায়রন 3511 মডেলে সাধারণত ইন্টেল কোর আই3 বা আই5 প্রসেসর এবং 8GB RAM থাকে। এটি মাল্টিটাস্কিং এবং মাঝারি মানের কাজ করার জন্য উপযুক্ত।
  • লেনোভো আইডিয়াপ্যাড 3 (Lenovo IdeaPad 3): লেনোভো আইডিয়াপ্যাড সিরিজ তাদের কম দামের জন্য বেশ জনপ্রিয়। যাদের বাজেট কম তারা এগুলো কিনতে পারবেন। এই ল্যাপটপ গুলোতে সাধারণত ইন্টেল বা এএমডি প্রসেসর এবং 4GB বা 8GB RAM এর বিকল্প থাকে। এটি সাধারণ ব্যবহার এবং হালকা কাজের জন্য খুবই ভালো।
  • আসুস ভিভোবুক ই203 (Asus Vivobook E203): আসুস এর এই মডেলটি মূলত বহনযোগ্যতা এবং কম দামের জন্য পরিচিত। আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয় এটা কিনতে পারবেন। এটার দাম খুবই কম এবং কোয়ালিটিও অনেক ভালো। এটিতে সাধারণত ইন্টেল সেলেরন প্রসেসর এবং 4GB RAM থাকে। এটি খুবই হালকা এবং ছোটখাটো কাজের জন্য সেরা।

লেখকের শেষ মন্তব্য:- 5000 টাকায় ল্যাপটপ ২০২৫

লেখকের শেষ মন্তব্য:- 5000 টাকায় ল্যাপটপ ২০২৫ পাওয়া যায় কি? না এটা পাওয়া যাবে না। ল্যাপটপ গুলোর দাম সাধারণত তাদের কনফিগারেশনের উপর নির্ভর করে। বাজারে প্রায় ১৫,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যায়। ৫০০০ টাকায় ল্যাপটপ পাওয়া সম্ভব না কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড কিনলে দাম একটু কম লাগবে। আপনি আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী এই মডেল গুলো বিবেচনা করতে পারেন। 

আগে দেখবেন আপনার বাজেট কেমন? তারপর দেখতে পারবেন কোনটা আপনার লাগবে। আপনি কি কাজের জন্য ব্যবহার করবেন, কেন সেটা লাগবে? আশা করি "কম দামে সেরা ল্যাপটপ ২০২৫-ল্যাপটপ এর দাম ২০২৫ " পোস্টটি পড়ে আপনি নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আর আপনি যদি এরকম পোস্ট আরো পেতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারেন। কেননা এরকম পোস্ট এখানে আরো আছে তাই আপনি যদি চান তাহলে সেগুলো পড়তে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url