চুলকানিতে নিম পাতার ব্যবহার

 চুলকানিতে নিম পাতার ব্যবহার বহু আগে থেকে হয়ে আসছে।কম বেশি আমরা সবাই নিমপাতার উপকারীতা সম্পর্কে জানি।এমন খুব অল্প সম্পর্কের মানুষ আছে যাদের এর গুণ সম্পর্কে ধারণা নেই। 

আজকে আমরা জানবো চুলকানিতে নিম পাতার ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।এছাড়া চুলকানি বিভিন্ন রকম হতে পারে আমাদের সকল প্রকার চুলকানির বিষয়ে অবগত থাকা উচিত। 

পোস্টের সূচিপত্র :

এলার্জিতে নিম পাতার ব্যবহার

ত্বকের সমস্যার কথা বললেই এলার্জির কথা আগে মনে পড়ে। সবারই এই সমস্যা থাকে কারো কম কারো বেশি। এর একটি প্রধান লক্ষ্মণ হলো চুলকানি, ত্বকে লাল দাগ,
জ্বালা করা।বায়ু দূষণ,আবহাওয়া পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে। চুলকানিতে নিম পাতা ব্যবহার করে আমরা খুব সহজেই এলার্জি থেকে রেহাই পেতে পারি।

চুলকানিতে নিম পাতার ব্যবহার

চুলকানিতে নিম পাতার ব্যবহার করুন।চুলকানি বিভিন্ন রকম হয়ে থাকে। এর মধ্যে খোসপাঁচড়ার সাথে আমরা আগে থেকে পরিচিত। চুলকানোর স্থানে নিম পাতা ব্যবহার করলে চুলকানি থেকে রেহাই পাওয়া যায়। নিমের পাতা সিদ্ধ করে চুলকানিতে ব্যবহার করলে চুলকানি কমে যায়। নিমের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে লাগালে এর দাগ দূর হয়ে যায়। 

খুসকিতে নিম পাতার ব্যবহার

প্রাচীন কাল থেকে মানুষ নিম পাতার ব্যবহার করে আসছে।চুলের যত্নে নিম পাতার চেয়ে ভালো কোনো বিকল্প নেই।খুসকি দূর করতে এটা খুব ভালো কাজ করে থাকে।সপ্তাহে ২-৩ বার হেয়ার মাস্ক এর সাথে অল্প নিম পাতার রস ব্যবহার করলে আপনি একটা ভালো ফলাফল পাবেন।খুসকির চুলকানিতে নিম পাতার ব্যবহার। এর জন্যআপনাকে হেয়ার মাস্ক ত্বকে ভালো করে লাগাতে হবে। এটি অনেকটা কন্ডিশনারের মতো কাজ করে।

উকুন দূর কারতে নিম পাতার ব্যবহার 

উকুন দূর করতে নিম পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উকুন দূর করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।কিন্তু নিমপাতা ব্যবহার করে আমরা খুব সহজেই উকুন সড়াতে পারে।এর জন্য নিমের পাতা বেটে আপনাকে নিম পাতার পেস্ট চুলে দিতে হবে। মাথার তালুতে ভালো করে লাগাতে হবে। 

চোখের চুলকানি দূর করতে নিম পাতার ব্যবহার

চোখ অনেক সেনসিটিভ জায়গা।এর জন্য আমাদের চোখের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।চোখে চুলকানি হলে আমাদের উচিত নিমপাতা সিদ্ধ করে নিমপাতার পানি চোখে অল্প করে দেওয়া।এর ফলে চুলকানি বন্ধ করা যাবে।

ব্রণ দূর করতে নিম পাতার ব্যবহার

ব্রণ দূর করতে নিম পাতা খুবই ভালো কাজ করে। এর জন্য আপনি নিমের পাতা বেটে গাঢ় করে লাগাতে পারেন।আপনার কাছে যদি নিম পাতা নাহ থাকে তবে আপনি বাজার থেকে নিম পাতার গুড়া কিনতে পারবেন। 
নিমপাতার গুড়ার সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে লাগালে আপনি খুব ভালো ফলাফল পাবেন। 

বডিতে রেশ হলে নিম পাতার ব্যবহার

বডিতে রেশ হলে আমাদের প্রচুর জ্বালা পোড়া করে।এই জ্বালা পোড়া  দূর করতে নিমপাতা সিদ্ধ করে রস লাগাতে হবে নাহলে নিম পাতা বেটে আপনি লাগিয়ে রাখবেন।আপনার যদি বডিতে রেশ হয়ে থাকে তাহলে নিম পাতা ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন।

চুলকানি ভালো করার উপায়  

চুলকানি ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিম পাতার ব্যবহার করা। নিম পাতার উপকারীতা সম্পর্কে আমরা সকলেই জানি। যেকোনো ধরনের চুলকানি ভালো করতে নিম পাতার বিকল্প নেই। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। 

চর্মরোগ দূর করতে নিম পাতার ব্যবহার

চমরোগ ভালো করতে নিম পাতা খুব ভালো কাজ করে। এটি একটা মারাত্মক রোগ যা সবচেয়ে বেশি বর্ষাকালে হয়ে থাকে।  চর্মরোগ দূর করতে নিমের পাতা, ডাল, বাকল, ফল ব্যবহার হয়ে থাকে। এই সব কিছুতে রয়েছে প্রচুর গুণ যা চর্মরোগ ভালো করতে সহায়তা করে। সবধরনের ত্বকে আপনি নিম পাতা ব্যবহার করতে পারবেন। 

চুলকানিতে নিম পাতা ব্যবহারের শেষ কথা 

চুলকানিতে নিম পাতার ব্যবহার করে বিভিন্ন রকম চুলকানি ঠিক করা যায়। অনেকে তা আপনারা জানতেন না। আশা করি এই পোস্ট পড়ে আপনি উপকৃত হয়েছেন।তাই চুলকানিতে নিম পাতার ব্যবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url