২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে

২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে সেটা জানতে চান? তাহলে এই পোস্ট টি বিস্তারিত পড়ুন। একজন মুসলিম সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকে রোজার জন্য। রোযার সময় সব রোজা রাখার চেষ্টা করে। 

২০২৫-সালের-রোজা-কত-তারিখ-থেকে-শুরু-হবে

২০২৫ সালের রোযা কোন মাসে তা জানতে চান? তাহলে আপনি এই পোস্টটি বিস্তারিত পড়ুন কেননা এখানে আপনি খুব সহজেই আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। 

পোস্টের সূচিপত্র:- ২০২৫ সালের রোজা কত তারিখ থেকে  শুরু হবে

২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে

২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে? বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে যতদূর সম্ভব ২০২৫ সালের ২৮ শে ফ্রেবুয়ারি বা মার্চর ১তারিখে যদি চাঁদ দেখা যায় তাহলে সেদিন হবে চাঁদ রাত আর এর পরের দিন অর্থাৎ পহেলা মার্চ বা ২ তারিখে হবে ২০২৫ সালের প্রথম রোযা। আর এটা যদি না হয়ে থাকে তাহলে যেদিন চাঁদ দেখা যাবে সেদিন হবে প্রথম এ বছরের প্রথম রোযা।

২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে আশা করছি আপনি জানতে পেরেছেন। যদিও এটা অনুমান করা হচ্ছে চাঁদ দেখা কমিটির বলা কথার উপর ভিত্তি করে এটা বলা যাচ্ছে। 

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ বাংলাদেশ 

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ বাংলাদেশ? ২৮ শে ফ্রেবুয়ারি বা ১ তারিখে যদি চাঁদ দেখা যায় তাহলে পরের দিন অর্থাৎ মার্চের ১/২ তারিখে হবে ২০২৫ সালের প্রথম রোযা। সেই অনুযায়ী ৩০ টা রোযা শেষ হতে ৩০ দিন লাগবে। ৩১ শে মার্চ বা পহেলা জুন সেই হিসেবে বাংলাদেশে ঈদ হবে।

২০২৫ সালের রোযার ঈদ কবে

২০২৫ সালের রোযার ঈদ কবে? ঈদ কবে হবে তা নির্ভর করে সাধারণত চাঁদ দেখার উপর। রোযা শুরু হয়ে ২৯/৩০ রোজা শেষ হওয়ার পর চাঁদ দেখা গেলে ঈদ হবে। রোজা কবে হবে তা নির্দিষ্ট ভাবে না বলা গেলেও আনুমানিক ভাবে বলা যায় যে রোযা শেষে ৩১ শে মার্চ বা পহেলা জুন রোযার ঈদ অনুষ্ঠিত হবে। 

2025 সালের রমজানের ক্যালেন্ডার

2025 সালের রমজানের ক্যালেন্ডার:-

মার্চ বাররমজান 
1sat1
2sun2
3mon3
4tues4
5wed5
6thurs6
7fri7
8sat8
9sun9
10mon10
11tues11
12wed12
13thurs13
14fri14
15sat15
16sun16
17mon17
18tues18
19wed19
20thurs20
21fri21
22sat22
23sun23
24mon24
25tues25
26wed26
27thurs27
28fri28
29sat29
30sun30
31mon19
2025 সালের রমজানের ক্যালেন্ডার। যদি ১ তারিখে রোযা শুরু হয় তাহলে সে হিসেবে এটা কার্যকর হবে এটা অনুমান করা হচ্ছে।

কি কি কারণে রোযা ভেঙ্গে যায় 

  • দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে বা পান করলে রোযা ভেঙে যায়।
  • শরীরের যে কোন স্থান থেকে রক্ত গড়িয়ে পড়লে। বিনা ওজরে শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে রোযা ভেঙে যায়।
  • মুখ ভর্তি বমি করলে। যদি বমি করার সময় মুখের ভিতর কোনো কিছু থাকে এবং তা গিলে ফেলা হয়, তাহলে রোযা ভেঙ্গে যায়।

তবে ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙ্গে যায় না অনেকেরই এটা ভুল ধারণা আছে কি ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা সম্পূর্ণ ভেঙ্গে যায় এর জন্য অনেকে খাবার খেয়ে নেয়। কিন্তু আপনি যদি ভুল করে কখনো খেয়ে ফেলেন তাহলে কখনোই আপনার রোজা ভাঙবে না যদি ইচ্ছাকৃতভাবে খান তাহলে ভেঙ্গে যাবে। 

রোযার নিয়ত আরবি কি জেনে নিন

রোযার নিয়ত আরবি কি জেনে নিন।নাওয়াইতু আন আছুম্মা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আ’লিম। রোজা রাখা যেন অবশ্যই নিয়ত করার প্রয়োজন এই নিয়ত আপনার ওকে বাড়াতে সাহায্য করে এবং আপনি পানাহার বা কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকেন। নিউজ সব সময় জোরে জোরে কথা হবে তার কোন মানে নেই আপনি চাইলে আর মনে মনে নিয়ত করে নিতে পারি না বিজয় বাংলাতেও নিয়ত করতে পারেন।

আরো পড়ুন:-ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করুন

রোজার নিয়ত কখন করতে হয়

রোজার নিয়ত কখন করতে হয়? রোজার নিয়ত খাওয়ার পর করা যায়। রোজার নিয়ত রাতে করা উত্তম সকলেই বলে থাকে তাই আপনি যদি রাতে নিয়ত করেন তাহলে এটা উত্তম হবে। কিন্তু আপনি সুবহ সাদিক পর্যন্ত করতে পারেন। দুপুর হওয়ার এক ঘণ্টা কেউ যদি নিয়ত করতে ভুলে যান তাহলে আর করতে পারেন কিন্তু দুপুর হওয়ার পর কখনোই তা করতে পারেন না। 

২০২৫ সালের রোযা কোন মাসে

২০২৫ সালে রোযা মাসের শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো ১ মার্চ। ১ মার্চ হওয়ার কারণ কি? রোযা মাসের শুরু চাঁদ দেখার উপর নির্ভর করে। সংযুক্ত আরবের অ্যাস্ট্রোনমি সোসাইটি ২০২৫ সালে ১ মার্চ রোযা শুরু হওয়ার সম্ভাবনা দেখিয়েছে। সাধারণত সংযুক্ত আরব আমিরাতের একদিন পর বাংলাদেশে রোযা শুরু হয়। তাই বাংলাদেশে ২ মার্চ রোযা শুরু হতে পারে। চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ নির্ভর করছে। যেদিন চাঁদ দেখা যাবে তার পরের দিনই ঈদ হবে। 

আরো পড়ুন:- আজকে আরবি মাসের কত তারিখ ২০২৪

২০২৫ সালের রোযা কোন মাসে হবে? ২০২৫ সালের রোযা মার্চ মাসে হবে।

লেখকের শেষ কথা

লেখকের শেষ কথা:-২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে তা সঠিক ভাবে না বলা গেলেও আনুমানিক ভাবে বলা যায় যে রোযা ১ মার্চ থেকে এটি হতে পারে। 

আশা করি "২০২৫ সালের রোজা কত তারিখ থেকে শুরু হবে" পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আর আপনি যদি এরকম পোস্ট আরো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারেন। কেননা এরকম পোস্ট এখানে আরো আছে তাই আপনি যদি চান তাহলে সেগুলো পড়তে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url