Hamster kombat থেকে টাকা ইনকাম করার উপায়

অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় তা আমরা সবাই জানি।কিন্তু কোন মাধ্যমে এবং কিভাবে টাকা ইনকাম করা যায় তা আমরা জানিনা। হ্যামস্টার কমবাট এমনই একটি অনলাইন ইনকামের উপায়। 


আজকে আমরা জানবো সাম্প্রতিক প্রচলিত ইনস্ট্রাগ্রামের একটি জনপ্রিয় গেম। এই প্লাটফর্মে আপনি গেম খেলতে পারবেন ও টাকা আয় করতে পারবেন। এখান থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।  

পোস্টের সূচিপত্র :

  • Hamster kombot থেকে টাকা ইনকাম করার উপায়
  • Hamster kombot খেলে কি সত্যি টাকা ইনকাম হয়
  • Hamster kombat থেকে earn করতে ট্যাপ করুন
  • গেম খেলেন এবং পুরষ্কার জিতুন
  • Tournament এ অংশগ্রহণ করে
  • রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে
  • ইনগেমের সম্পদ ব্যয় করে 
  • Hamster kombot daily card খেলে
  • Hamster kombat এর ইউটিউব ভিডিও দেখে 
  • Hamster kombat এ প্যাসিভ ইনকাম
 

Hamster kombot থেকে টাকা ইনকাম করার উপায়

Hamster kombat থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারেন। Hamster kombat থেকে টাকা ইনকাম করার জন্য আপনার সর্বপ্রথমেই প্রয়োজন একটা টেলিগ্রাম একাউন্ট। আপনি খুব সহজে একটি টেলিগ্রাম একাউন্ট খুলতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করা। 

 টেলিগ্রাম ইনস্টল হওয়ার পর আপনাকে এখানে আপনার মোবাইল ফোন নাম্বার এবং জিমেইল একাউন্ট দিতে হবে । এরপর আপনার মোবাইল ফোন number এবং gmail অ্যাকাউন্টে একটি করে কোড যাবে। সেই কোডগুলো দিয়ে  আপনি একটি টেলিগ্রাম একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। 

Hamster kombot খেলে কি সত্যি টাকা ইনকাম হয়

Hamster kombat খেলে প্লেয়ার রা বাস্তব জীবনে টাকা নিতে পারেন। এটি আসলেই সম্ভব হয়েছে গেমের ব্লকচেইন টেকনোলজির মাধ্যেমে যেটি Nfts কে অনুমতি দিয়েছে এটি তৈরি এবং পরিবর্তনে।তাই হ্যামস্টার কমবোর্ড খেলে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকামের এট একটি ভালো সুযোগ। 

Hamster kombat থেকে earn করতে ট্যাপ করুন

 Hamster kombat এ ঢুকতেই মূল যন্ত্রটিতে কয়েন কালেক্ট করার জন্য হ্যামস্টারটিতে ট্যাপ করুন।একবার ট্যাপ করলে আপনি একটা কয়েন পাবেন। আপনি যত বেশি ট্যাপ করবেন, তত বেশি কয়েন আপনি জমা পাবেন, এগুলো বিনিময়যোগ্য hamster kombat  টোকেন থেকে আপনি নিতে পারেন। 

গেম খেলেন এবং পুরষ্কার জিতুন 

Hamster kombot তে রয়েছে বিভিন্ন ধরনের গেম। এতে আপনি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ  একসেপ্ট করতে পারেন। এর ফলে আপনি বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রাইস মানি পাবেন। 

Hamster kombat এ mini games খেলে আপনিও টাকা আয় করতে পারেন। এতে রয়েছে হেক্সা পেজেল  ও মিনি গেম। এই গেমগুলো খেলার জন্য আপনার চাবির প্রয়োজন। আপনার কাছে যদি সর্বনিম্ন চারটি চাবি হয়ে থাকে তাহলে আপনি যে কোন একটি গেম খেলতে পারবেন। 

আর যদি অনেকগুলো চাবি থাকে তাহলে আপনি একাধিক গেম খেলতে পারবেন।এছাড়া চাবি ব্যতীত আপনি গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন। এই গেম গুলো আপনার টাকার পরিমান বাড়াতে সাহায্য করে। তাই আপনি এই গেমগুলো খেলে খুব সহজেই আপনার টাকার পরিমাণ বাড়াতে পারবেন। 

Tournament এ অংশগ্রহণ করে 

Hamster kombot তে রয়েছে tournament এর সুযোগ। এখান থেকে পুরুস্কার হিসেবে আপনি নগদ টাকা উপার্জন করতে পারবেন। এভাবে এখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন। 

রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে 

Hamster kombot এ রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। অনেক গেমেই রেফারেল প্রোগ্রাম রয়েছে এর জন্য সবার আগে আপনাকে রেফারেল প্রোগ্রাম কি তাই জানতে হবে। রেফারেল প্রোগ্রাম হলো কোনো মাধ্যমে আপনার ফেমেলি বা ফ্রেন্ড কে কোনো প্লাটফর্মে যোগদান করিয়ে
কমিশন পাওয়া। 

ইনগেমের সম্পদ ব্যয় করে 

ইনগেমে আপনি  বিভিন্ন ধরনের এনামেল কস্টুইম পাবেন এগুলো আপনি ব্যবহারের সাথে বিক্রি ও করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। 

Hamster kombot daily card খেলে

Hamster kombot daily কার্ড  হলো একটা চ্যালেন্জ
যেখানে প্লেয়ারদের ৩ টি সঠিক কার্ড বাছাই করতে হবে আপডেট গেমের ক্যাটাগরী থেকে। এর ক্যাটাগরী সমূহ গুলো হলো:পিআর এন্ড টিম, মার্কেট ,লিগাল, স্পেশাল, ওয়েব ৩।এটি মিলে গেলে এখান থেকে আপনি ৫ মিলিয়ন টাকা পেতে পারেন।আর এই কার্ড ডেইলি আপডেট হয়।

Hamster kombat এর ইউটিউব ভিডিও দেখে 

Hamster kombat এর ইউটিউব ভিডিও দেখে আপনি খেলার নিয়ম ও বুঝতে পারবেন এবং এ থেকে টাকা ও ইনকাম করতে পারবেন।  ইউটিউবে টকেন লিস্টিং ভিডিও দেখে  ১০০০০০ কয়েন পাবেন। আবার সেলিব্রিটি ক্রিপ্ট লসুইটস  ভিডিও দেখে আপনি ১০০০০০ টা কয়েন পাবেন। এছাড়া ইউটিউব ভিডিও দেখে আপনি মোট  ২,০০,০০০ কয়েন পাবেন।

Hamster kombat এ প্যাসিভ ইনকাম

Hamster kombat এ প্যাসিভ ইনকামের সুযোগ রয়েছে। আপনার ভার্চুয়াল ক্রিপ্টো এক্সচেঞ্জ আপগ্রেড করে।  এমনকি আপনি অফলাইনে থাকাকালীন সময়ে পার আউর কয়েন উপার্জন করতে দেয়,এখানে পার আউর এ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাড়ে যা আপনাকে ক্রমাগত আয় দেয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url