স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবো কিভাবে
বিকাশ একাউন্ট খুলতে এনআইডি কার্ড প্রয়োজন হয়। কিন্তুু আপনি যদি স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলেন এতে কোনো এনআইডির প্রয়োজন হয় না। আপনি এনআইডি ছাড়া জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
আপনার বয়স যদি ১৪-১৮ এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন এনআইডি কার্ড ছাড়া খুব সহজেই। শর্ত একটাই জন্ম সনদ লাগবে।
পোস্টের সূচিপত্র
- স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুললেই পাচ্ছেন বোনাস
- স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে প্রয়োজনীয় জিনিস
- জন্মসনদের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার ধাপসমুহ
- স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে বিষয়ে খেয়াল রাখবেন
- স্টুডেন্ট বিকাশ একাউন্টের সিকিউরিটি
- স্টুডেন্ট বিকাশ একাউন্টে মোট কত টাকা রাখা যায়
- স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর সুবিধা
- স্টুডেন্ট একাউন্টের লিমিট
- স্টুডেন্ট বিকাশ একাউন্টের শেষ কথা
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুললেই পাচ্ছেন বোনাস
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুললেই পাচ্ছেন বোনাস।ডিজিটাল জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুললেই পাচ্ছেন সাথে সাথে ২৫ টাকা।এছাড়া লেনদেন, মোবাইল রিচার্জ,পে বিলের মাধ্যমে মোট ১৩০ টাকা পাবেন।তাছাড়া ডেইলি লেনদেন করে বোনাস পাবেন।
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে প্রয়োজনীয় জিনিস
বিকাশে কোনো প্রকার লেনদেন করতে আপনার প্রয়োজন সর্ব প্রথম স্টুডেন্ট বিকাশ একাউন্ট। স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে আপনার প্রয়োজন :
- স্মার্ট জন্ম নিবন্ধন
- বাবা বা মায়ের বিকাশ একাউন্ট
- মা বা বাবার ফোন নাম্বার
- স্টুডেন্টের ফোন নাম্বার
- মা বাবার বিকাশ একাউন্ট অবশ্যই সচল হতে হবে।
জন্মসনদের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ অ্যাপে ঢুকে আপনাকে লগ ইন/রেজিষ্ট্রেশন এ ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে আপনার ফোন নাম্বার চাইবে।আপনি যেই নাম্বরে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বর টা দিবেন।নাম্বর দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করুন।এখন আপনাকে সিম সিলেক্ট করতে দিবে। আপনি আপনার সিমটা সিলেক্ট করবেন।
আইডি ধরন নির্বাচন করতে হবে। আপনার যেহেতু স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবেন আপনিজন্মসনদ সিলেক্ট করবেন। আপনার ফোনে যেই নাম্বার দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে।যা ৬ ডিজিটের হবে আপনারমতো আরো অনেকে আছে যারা একাউন্ট খুলবে তাই কোড যেতে সময় লাগতে পারে।
বিকাশ একাউন্ট খোলার ধাপসমুহ
ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনাকে বিকাশের শর্তবলী দিবে আপনাকে সম্মতি আছে তে ক্লিক করতে হবে। ৩ টি ধাপে আপনার তথ্য নিবে বিকাশ থেকে। আপনার ডিজিটাল জন্মসনদের ছবি তুলে সাবমিট করতে হবে তৎক্ষণাত।এর পর আপনাকে আপনার নাম ,জন্ম তরিখ, জন্ম সনদের নাম্বার দেখাবে।
সেগুলো সঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করুন আর ভুল থাকলে ঠিক করে পরবর্তীতে ক্লিক করুন।
এরপরে আপনাকে লিঙগ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয়,পেশা সিলেক্ট করে পরপরবর্তীতে ক্লিক করতে হবে।এখন আপনাকে মা বা বাবার সচল বিকাশ একাউন্ট নাম্বর আর নাম দিতে হবে। আপনার ছবি তুলে দিতে হবে। আপনার মা বা বাবার ফোন এ একটা কোড যাবে সেটা বসাতে হবে।এরপর আপনাকে একটা পিন সেট করতে হবে।
স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে বিষয়ে খেয়াল রাখবেন
স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে বিষয়ে খেয়াল রাখবেন তা হলো:
- জন্ম সনদের ছবি স্পষ্ট হবে।ঝাপসা ছবি গ্রহণ যোগ্য না।
- জন্ম সনদ থেকে নেওয়া তথ্য যেমন ব্যবহারকারীর নাম,জন্ম তারিখ, সনদ নাম্বার ঠিক আছে কি যাচাই করতে হবে যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক করতে হবে।
- বাবা /মায়ের সচল বিকাশ একাউন্ট আর নাম্বার দিতে হবে।
- ছবি পর্যাপ্ত আলোতে তুলতে হবে।
স্টুডেন্ট বিকাশ একাউন্টের সিকিউরিটি
বিকাশের রয়েছে ভালো নিরাপত্তা যার ফলে আপনার টাকা সম্পুর্ন নিরাপদ থাকবে। আপনাকে এখানে ৫ ডিজিটের পিন সেট করতে হবে। আর যখনি আপনি এই অ্যাপ এ ডুকবেন তখন আপনাকে পিন দিয়ে প্রবেশ করতে হবে।
স্টুডেন্ট বিকাশ একাউন্টে মোট কত টাকা রাখা যায়
স্টুডেন্ট বিকাশ একাউন্টে টাকার একটা লিমিট আছে। যার বেশি টাকা এই একাউন্টে রাখা যাবে না। স্টুডেন্ট বিকাশ একাউন্টে বাংলাদেশ ব্যাংক অনুযায়ী সর্বোচ্চ ৩০ হাজার টাকা রাখা যায়। এর বেশি টাকা রাখা যাবে না। এতে দিনে সর্বোচ্চ ৫০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা লেন দেন করা যায়।
স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর সুবিধা
স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন
- সেনড মানি
- মোবাইল রিচার্জে
- ক্যাশ আউট
- পেমেন্ট
- পে বিল
- ডোনেশন
- এডুকেশন ফি
- মাইকোফাইন্যান্সস
- টোলের
স্টুডেন্ট একাউন্টের লিমিট
স্টুডেন্ট একাউন্টে স্টুডেন্ট দের নিরাপত্তার জন্য কিছু লিমিট রাখা হয়েছে। এই একাউন্টে ৩০ হাজারের বেশি টাকা রাখা যাবে না। আর ১ দিনে সর্বচ্চো ৫০০০ টাকা এবং মাসে ২৫ হাজার টাকা লেনদেন করা যাবেসর্বচ্চো।এতে দিনে ৫০০০ টাকা এবং মাসে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে।মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১ দিনে ২৫০০ আর মাসে ৫০০০ টাকা করতে পারবেন।
স্টুডেন্ট বিকাশ একাউন্টের শেষ কথা
স্টুডেন্ট বিকাশ একাউন্ট স্টুডেন্ট দের জন্য বিভিন্ন সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে স্টুডেন্টসরা প্রয়োজনের সময় টাকা সহজেই তুলতে পারবে। আশা করছি এটি আপনার কাজে আসবে আপনি এতে উপকৃত হবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url