লেবু পানি খাওয়ার উপকারীতা জেনে নিন
লেবু পানি খাওয়ার উপকারীতা সম্পর্কে আমরা অনেকে জানি না। লেবু পানি খাওয়া যে আমাদের শরীরের জন্য কত উপকারী তা জানতে এই পোস্ট টি বিস্তারিত পড়ুন আর জেনে নিন খুব সহজেই লেবু পানি খাওয়ার উপকারীতা।
সকালের শুরু যদি লেবু পানি খাওয়ার মাধ্যমে হয়ে থাকে আপনি তাহলে নিশ্চয় উপকৃত হবেন এবং এটি আপনার সকালের রুটিনে রাখাও অনেক সহজ। আপনি
যদি লেবু পানি খেতে চান আর এর উপকার সম্পর্কে আপনি অবগত নন তাহলে চলুন জেনে নিই এই পোস্টে।
পোস্টের সূচিপত্র :
পোস্টের সূচিপত্র :
- ওজন কমাতে লেবু পানি
- লেবু পানি তৈরির নিয়ম
- লেবু পানি খাওয়ার নিয়ম জানুন
- লিভার সচল রাখতে লেবুর কাজ
- কিডনির পাথর প্রতিরোধ করতে লেবু পানি
- মুখের দুর্গন্ধ দূর করতে লেবু পানি
- ডায়াবেটিস রোগীদের জন্য লেবুর পানি
- লেবু পানি খাওয়ার অপকারিতা
- প্রতিদিন লেবু খাওয়ার উপকারিতা
- অতিরিক্ত লেবু পানি খেলে কি হয়
ওজন কমাতে লেবু পানি
ওজন কমাতে লেবু পানি খাওয়া উচিত। লেবু পানি আপনার অতিরিক্ত ওজন কমাতে সাহায্যে করবে। লেবু পানি খাওয়ার ফলে আপনার পেট ভরে থাকবে আর আপনার অতিরিক্ত খাবার গ্রহণ করতে হবে না।এটা আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে দূরে রাখে। এবং আপনাকে সাহায্যে করে ওজন কমাতে।
এর জন্য আপনার সকালে হালকা গরম পানির সাথে অল্প পরিমাণে মধু খাওয়া উচিত। অতিরিক্ত মধু খাওয়ার ফলে আপনার ওজন কমা বাদে আরো বেড়ে যাবে। তাই বেশি পরিমাণে মধু খাবেন না।যেকোনো মিষ্টি জিনিস ওজন বাড়তে সাহায্যে করে। লেবু পানি খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে নিসন্দেহে এটি অনেক ভালো অভ্যাস।এই অভ্যাস সকলের থাকা উচিত।
লেবু পানি তৈরির নিয়ম
একটি পাত্রের মধ্যে ৪০০ মিলিলিটার পানি ঢালুন এবং একটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য কুসুম গরম করে নিন খেয়াল রাখবেন যাতে একটু বেশি গরম না হয়ে যায়। সকালে আমাদের মিনিমাম ৪০০ মিলিলিটার পানি খাওয়া উচিত কারণ এটি আপনার সারাদিন হজমে সহায়তা করে।
এবার মাঝারি সাইজের একটি লেবুকে কেটে নিন এবং আপনার পানির মধ্যে মিশিয়ে নিন। এর সাথে হাফ চামচ মধু চামচের মাধ্যমে নেড়ে মেশিয়ে নিন। লেবু পানি খাওয়ার ফলে ক্ষুধা কম লাগে। এতে আপনার খাওয়ার পরিমাণ কমে যায়।
লেবু পানি খাওয়ার নিয়ম জানুন
লেবু পানি যেকোনো নিয়ম মেনে খাওয়া যাবে না। সব কিছুর একটা নিয়ম আছে। নিয়ম মেনে চললে যেকোনো কাজই সহজ এবং ভালো হয়।লেবু পানি খাওয়ার ও তেমনই নিয়ম রয়েছে আর তা হলো লেবু পানি অবশ্যই খালি পেটে খাওয়া উচিত। কারণ এটি আপনার পেট ভরাতে সাহায্যে করে।
লিভার সচল রাখতে লেবু পানি
লিভার সচল রাখতে লেবু পানি খুবই ভালো। লিভার আপনার শরীরে ছাঁকনির মতো কাজ করে। লেবু পানি
লিভার থেকে নোংরা দূর করতে সাহায্যে করে এবং দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে। এতে লিভারের কাজ সচল থাকবে।তাই আপনি যদি লেবু পানি খান তাহলে আপনার লিভারের কার্যক্রম সচল থাকবে।
কিডনির পাথর প্রতিরোধ করতে লেবু পানি
কিডনির পাথর প্রতিরোধ করতে লেবু পানি খান। মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্ষ বা কিডনির পাথর হিসেবে পরিচিত। কিডনিতে পাথর সবারই হতে পারে তবে মেয়েদের পাথর হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
এটি সাধারণত হয়ে থাকে অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি কারণে। বৃক্কে পাথর হলে কোনো সমস্যা হয় না। এই সমস্যার সৃষ্টি হয় পাথর প্রস্রাব নালিতে চলে আসে এবং প্রস্রাবে বাধা দেয়।এর ফলে অনেকর প্রস্রাবের সাথে রক্ত বের হয়।
এই সমস্যার সমাধান পেতে আপনার অধিক পানি গ্রহণ করা লাগবে। কিন্তু এই রোগ থেকে প্রতিকার পেতে আমাদের আগে থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু এই সমস্যাটি পানি স্বল্পতার কারণে হয়ে থাকে তাই আমাদের অবশ্যই উচিত বেশি করে পানি খাওয়া। বেশি পরিমাণে পানি খেতে না পারলে বিকল্প হিসেবে লেবু পানি খেতে পারেন।
মুখের দুর্গন্ধ দূর করতে লেবু পানি
মুখের দুর্গন্ধ দূর করতে লেবু পানি পান করা প্রয়োজন।আপনার মুখে যদি দুর্গন্ধ বের হয়ে থাকে তাহলে আপনি মুখের দুর্গন্ধ দূর করতে লেবু পানি পান করতে পারেন। এটি মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। লেবুতে রয়েছে সাইট্রাস যা মুখের ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্যে করে।
কিন্তু লেবুর এসিড যদি বেশি পরিমাণে দাঁতে যায় তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। দাঁতের এনামেল ঠিক রাখতে সপ্তাহে ২-৩ দিন লেবু পানি খান নাহলে স্ট্রতে করে লেবু পানি খান। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে আবার এনামেল ও ঠিক থাকবে।
ডায়াবেটিস রোগীদের জন্য লেবুর পানি
ডায়াবেটিস রোগীদের জন্য লেবুর পানি খাওয়া খুব দরকার। ডায়াবেটিস একটি বহুমু্ত্তীয় রোগ। ইন্সুলিন নামক হরমোন এর অভাবে এটি হয়ে থাকে। আর এই রোগ সম্পূর্ণ কখনোই নিরাময় করা যায় না।কিন্তু কিছু নিয়ম মেনে চললে আপনি এটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে আপনাকে সর্ব প্রথম খাদ্যেভাস ঠিক রাখতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে আপনাকে টক জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন:করলা,ঝিঙা, কাকরোল,কমলা,লেবু ইত্যাদি। লেবু পানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে আপনি প্রয়োজন মতো লবণ ও নিতে পারেন । কিন্তু এতে চিনি দিতে পারবেন না কারণ চিনি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত করে।
লেবু পানি খাওয়ার উপকারিতা
লেবুতে রয়েছে ভিটামিন সি। লেবু পানি পান করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দেহের কষ্টের ক্ষতি ফল বাড়াতা থেকে রক্ষা করতে সহায়তা করে।লেবু পানি শরীরকে হাইড্রেট সহায়তা করে। দেহ থেকে দূষিত পদার্থ বের করে দিতে এটি কাজ করে থাকে। এর জন্য আমাদের লেবু পানি খাওয়া উচিত।
প্রতিদিন লেবু পানি খাওয়ার উপকারিতা
প্রতিদিন লেবু পানি খাওয়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন।একটু লবণের সাথে লেবু পানি খেলে বমি বমি ভাব দূর হয়।লেবু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্যে করে। আপনার মুখে যদি রুচি না থাকে তাহলে আপনি লেবু পানি খান এটি আপনার রুচি বাড়াতে সাহায্যে করবে।
অতিরিক্ত লেবু পানি খেলে কি হয়
অতিরিক্ত লেবু পানি খেলে আপনার শরীরের ক্ষতি হবে। অতিরিক্ত লেবু পানি খেলে অম্বল ও এসিড রিফ্লাক্স হতে পারে।আর যাদের গ্যাসের সমস্যা আছে তাদের লেবু পানি খাওয়া উচিত না। এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে।অতিরিক্ত লেবু পানি খেলে পেটে আলসারের সমস্যা দেখা যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url